দেশের তীব্র শীতে যখন জনজীবন জবুথবু, তখন সুদূর মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপে গ্ল্যামার ছড়াচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি।
একটি জুয়েলারি শোরুম উদ্বোধন শেষে অবকাশ যাপনে নীল জলরাশির ধারে ধরা দিলেন এই অনন্যা।

নীল আকাশের নিচে ছোট প্যান্ট আর স্লিভলেস টপসে পরীর ছবি দেখে ভক্তদের মন্তব্য “শীত বুঝি সত্যিই পালিয়েছে!” তবে নেটিজেনদের নজর কেড়েছে তার ছবির ক্যাপশন, যেখানে অভিনেত্রী লিখেছেন ‘শীত নাই’।
পরীর এই পোস্টের নিচে জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহর মন্তব্যটি ছিল বেশ রসালো। তিনি লিখেছেন, ‘চিকন হয়ে গেলে শীত লাগে না।’
মাত্র ৩ ঘণ্টায় ৩২ হাজার রিয়্যাকশনই বলে দিচ্ছে, পরীর রূপের যাদু এখনো অটুট!
ডিজিএন/এফএ

