অবশেষে সব ধরনের ক্রিকেট বয়কটের কঠোর অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ (COAB)। দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থ এবং আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর কথা বিবেচনা করে শুক্রবার থেকেই মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। তবে এই প্রত্যাবর্তনের জন্য বিসিবির কাছে কিছু সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে সংগঠনটি।
কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামনেই ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলছে। পাশাপাশি নারী জাতীয় দলও নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে লড়ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে ক্রিকেট পুরোপুরি বন্ধ থাকলে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো বিবেচনা করেই তারা বয়কট কর্মসূচি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি এবং তাঁকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে কোয়াব। পরিচালক পদ থেকে তাঁকে অপসারণের আইনি প্রক্রিয়ার জন্য বিসিবি যে সময় চেয়েছে, তাতেও সন্মতি জানিয়েছেন ক্রিকেটাররা।
আগামীকাল শুক্রবার থেকে বিপিএলসহ সব খেলায় অংশ নেওয়ার জন্য কোয়াব দুটি প্রধান শর্ত দিয়েছে:
১. প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা: পরিচালক এম নাজমুল ইসলামকে ক্রিকেটারদের নিয়ে করা তাঁর অপমানজনক মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২. অপসারণ প্রক্রিয়া চলমান রাখা: তাঁর পরিচালক পদ কেড়ে নেওয়ার যে আইনি প্রক্রিয়া বিসিবি শুরু করেছে, তা স্বচ্ছতার সাথে সচল রাখতে হবে।
আজ বিপিএলের দুটি ম্যাচ খেলোয়াড়দের অনুপস্থিতিতে স্থগিত হলেও, কোয়াবের এই নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা পুনরায় শুরু হওয়ার পথ সুগম হলো।
দেশের ক্রিকেটের এই অস্থিরতা কাটিয়ে আবারও মিরপুরের গ্যালারি দর্শকদের উন্মাদনায় মুখরিত হবে এমনটাই প্রত্যাশা করছেন ভক্তরা।
ডিজিএন/এফএ

