ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে সায়েন্সল্যাব, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।
শিক্ষার্থীদের অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট, গাবতলী থেকে টেকনিক্যাল এবং পুরান ঢাকার তাঁতীবাজার মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবি, তৎকালীন সরকারের ‘হঠকারী’ সিদ্ধান্তে সাত কলেজকে অধিভুক্ত করা হয়েছিল। এখন তারা এই সাত কলেজ নিয়ে স্বতন্ত্র ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের জন্য দ্রুত অধ্যাদেশ জারি চান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, “আমরা জনদুর্ভোগ চাই না, কিন্তু সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত না জানানোয় আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। দ্রুত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
গতকাল বুধবারও সায়েন্সল্যাব, টেকনিক্যাল, তাঁতীবাজার ও ফার্মগেট মোড় অবরোধ করা হয়েছিল। আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর ৩টি পয়েন্টে ব্লকেড চলায় মিরপুর, গাবতলী ও পুরান ঢাকা রুটের যাত্রীদের দীর্ঘ সময় পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যাচ্ছে।

