আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা দক্ষিণ জেলায় বিএনপির সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর কুমিল্লা দক্ষিণ জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে হাজী ইয়াসিনের সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং কুমিল্লার তরুণ বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার (সাবেক সভাপতি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল ও সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল)।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা অনুযায়ী কুমিল্লা দক্ষিণ অঞ্চলের সকল নির্বাচনী আসনে সাংগঠনিক সমন্বয়, দলীয় কার্যক্রম পরিচালনা এবং নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি গ্রহণে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

বিএনপি আশা প্রকাশ করে জানিয়েছে, সমন্বয়ক হিসেবে তিনি নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং দলের নির্বাচনী কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন।
হাজী আমিনুর রশিদ ইয়াসিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং বিগত সতেরো বছর তিনি দক্ষিণ জেলা বিএনপিকে সংগঠিত রেখেছিলেন। তাঁর এই দায়িত্ব পাওয়াকে কুমিল্লা দক্ষিণ বিএনপির সাংগঠনিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

