সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে দীর্ঘ সময় ধরে রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা থাকলেও তারা বরাবরই বিষয়টি আড়াল করে রেখেছিলেন। প্রকাশ্যে কখনোই তাদের প্রেম বা বিয়ের পরিকল্পনা নিয়ে স্পষ্ট মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয় ভক্তদের মধ্যে।
আজ বিয়ের খবর ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিশ্চিত হয়। এরপর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

আগের বিয়ে ও বিচ্ছেদ
উল্লেখ্য, রাফসান এর আগে একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ডাক্তার সানিয়া এশা-র সঙ্গে। বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেই বিয়ে পরবর্তীতে আইনগতভাবে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সবসময় সংযত ছিলেন এবং বিচ্ছেদের কারণ বা বিস্তারিত বিষয়ে প্রকাশ্যে তেমন কিছু জানাননি।
দীর্ঘদিন ধরে একা থাকার পর নতুন করে জীবন শুরু করলেন রাফসান। অন্যদিকে জেফারও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ছিলেন নীরব ও প্রচারবিমুখ।
নতুন অধ্যায়
দীর্ঘ সময় ধরে সম্পর্ক গোপন রেখে অবশেষে দাম্পত্য জীবনে পা রাখলেন এই আলোচিত জুটি। অনেকের মতে, প্রচারের বাইরে থেকে সম্পর্ক টিকিয়ে রেখে পরিণতির দিকে এগিয়ে যাওয়াই তাদের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়।
নবদম্পতির নতুন জীবনের জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

