রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে তেলের টাকা চাওয়ায় রিপন সাহা (৩০) নামে এক ফিলিং স্টেশন শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে ‘করিম ফিলিং স্টেশনে’ এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক নেতা ও ঠিকাদার আবুল হাসেম সুজন এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত সাড়ে ৪টার দিকে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ (ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) পাম্পে এসে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়েই গাড়িটি চলে যেতে থাকলে শ্রমিক রিপন সাহা বাধা দেন এবং গাড়ির পিছু পিছু দৌড়ান। এ সময় তাকে গাড়িচাপা দিয়েই দ্রুত গতিতে পালিয়ে যান চালক। এতে ঘটনাস্থলেই মাথা ও মুখ থেঁতলানো অবস্থায় রিপনের মৃত্যু হয়।
ঘটনার পর রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাড়িটি জব্দসহ মালিক আবুল হাসেম সুজনকে (৫৫) গ্রেপ্তার করে। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি। এছাড়া চালক কামাল হোসেনকেও (৪৩) বানিবহ নিজপাড়া থেকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আবুল হাসেম সুজন এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাকে দৌলতদিয়া যৌনপল্লি থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাস আগে তিনি জামিনে বের হয়েছিলেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ও আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তেলের টাকার জন্য একজন শ্রমিকের জীবন কেড়ে নেওয়ার এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
ডিজিএন/এফএ

