ইরানের বিরোধী রাজনীতিক রেজা পাহলভিকে ব্যক্তিগতভাবে ইতিবাচক মনে করলেও, তিনি আদৌ ইরানের ভেতরে ব্যাপক সমর্থন আদায় করতে পারবেন কি না—সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রেজা পাহলভি “ভালো মানুষ বলে মনে হয়”, তবে তিনি ইরানের জনগণের মধ্যে গ্রহণযোগ্য নেতা হতে পারবেন কি না—তা নিয়ে এখনো নিশ্চিত নন।
ট্রাম্পের ভাষায়, “তিনি দেখতে খুব ভালো মানুষ, কিন্তু নিজের দেশের ভেতরে তিনি কতটা কার্যকর হবেন, সেটি আমি জানি না। আর সত্যি বলতে এখনো আমরা সেই পর্যায়ে পৌঁছাইনি।”
তিনি আরও বলেন, “আমি নিশ্চিত নই ইরানের জনগণ তাকে নেতা হিসেবে গ্রহণ করবে কি না। তবে যদি তারা গ্রহণ করে, তাতে আমার কোনো আপত্তি নেই।”
এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প আরও স্পষ্টভাবে প্রশ্ন তুললেন রেজা পাহলভির নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে। এর আগেও তিনি জানিয়েছিলেন, পাহলভির সঙ্গে তার সরাসরি সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই।
৬৫ বছর বয়সী রেজা পাহলভি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে থেকেই তিনি ইরানের বাইরে অবস্থান করছেন। তার বাবা ইরানের শেষ শাহ ছিলেন, যাকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে ধর্মীয় শাসন প্রতিষ্ঠিত হয়। সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে পাহলভি একজন পরিচিত কণ্ঠস্বর হলেও, ইরানের বিরোধী শক্তিগুলো বহু বিভক্ত এবং দেশের ভেতরে তাদের সংগঠিত উপস্থিতি খুবই সীমিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্প বলেন, চলমান বিক্ষোভের কারণে তেহরানের সরকার ভেঙে পড়তে পারে—এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তিনি এটাও উল্লেখ করেন, “আসলে যেকোনো সরকারই একসময় ব্যর্থ হতে পারে।”
তার ভাষায়, “সরকার টিকে থাকবে কি না, সেটি ভবিষ্যৎ বলবে। তবে যে সময়টা আসছে, তা যে খুব গুরুত্বপূর্ণ ও অস্থির হবে, এতে কোনো সন্দেহ নেই।”

