মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে এক ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে শুরু হওয়া এই যানজট গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়ে পড়ে।
ভোর থেকেই মহাসড়কে যান চলাচল ধীরগতিতে শুরু হয় এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা তীব্র আকার ধারণ করে। দীর্ঘ সময় যানবাহনগুলো একই স্থানে আটকে থাকায় চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও দূরপাল্লার চালকরা। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল অবর্ণনীয়। ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।
গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রিজের ওপর একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে লেনে গাড়ির জট তৈরি হয়। বিকল গাড়িটি সরাতে সময় লাগায় দ্রুতই গাড়ির সারি দীর্ঘ হতে থাকে।
পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে বিকল গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ১৩ কিলোমিটারের জট ছাড়তে সময় লাগছে। বর্তমানে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
মহাসড়কের এই অংশে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের। তাদের মতে, নিয়মিত তদারকি এবং যানজট নিরসনে কার্যকর দীর্ঘমেয়াদী উদ্যোগ না থাকায় সামান্য কারণেই মহাসড়ক অচল হয়ে পড়ে।
ডিজিএন/এফএ

