এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সপরিবারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই আন্তরিক বৈঠক অনুষ্ঠিত হয়।
তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান যমুনায় পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূস তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। দুই পরিবারের সদস্যরা প্রায় এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন এবং একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করেন।
গত ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর আজই প্রথমবারের মতো সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবনে গেলেন তিনি। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি টেলিফোনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছিলেন। এছাড়া গত ৩১ ডিসেম্বর মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় তাঁদের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল।
লন্ডন থাকাকালীন গত বছরের জুনে ডরচেস্টার হোটেলে ড. ইউনূসের সাথে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। এরপর আজ সপরিবারে এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, এই বৈঠকের প্রেক্ষাপটে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা নিয়ে আগে থেকেই আলোচনা চলছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যমুনা ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। বিএনপির শীর্ষ নেতাদের মতে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে দুই শীর্ষ ব্যক্তিত্বের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ডিজিএন/এফএ

