আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি চূড়ান্ত করে ২৫৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে নবগঠিত ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।জোটের প্রধান শরিকদের মধ্যে আসন বণ্টনের যে তালিকা ঘোষণা করা হয়েছে তা নিম্নরূপ:
- বাংলাদেশ জামায়াতে ইসলামী: ১৭৯টি আসন।
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০টি আসন।
- বাংলাদেশ খেলাফত মজলিস: ২০টি আসন।
- খেলাফত মজলিস: ১০টি আসন।
- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): ৭টি আসন।
- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি): ৩টি আসন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: ২টি আসন।* বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি): ২টি আসন।জোটের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আসনগুলো এখনও চূড়ান্ত করা হয়নি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলায় তাদের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ইসলামী আন্দোলন জোটে ফিরলে তাদের জন্য বরাদ্দকৃত বাকি আসনগুলোর বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতা ডা. তাহের বলেন, “এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। জুলাই বিপ্লব রক্ষা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এটি একটি সংগ্রাম।” তিনি এই জোটকে জাতীয় ঐক্যের এক অনন্য মডেল হিসেবে অভিহিত করেন এবং প্রতিটি আসনে জোটের পক্ষ থেকে মাত্র একজন অভিন্ন প্রার্থী (ওয়ান বক্স পলিসি) দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপি-র নাহিদ ইসলাম, এলডিপি-র অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
ডিজিএন/এফএ

