চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত।
এবারের সূচি অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও একই সময়সূচিতে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট বোর্ডগুলোকে ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, প্রতিবছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাব্যবস্থার বিভিন্ন কারণে সময়সূচিতে পরিবর্তন এসেছে। চলতি বছরও তার ব্যতিক্রম ঘটেছে।


