আর মাত্র মাসখানেক পরই শুরু হচ্ছে মুসলিম উম্মাহর পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
সরকারি ওই ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। সেক্ষেত্রে ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হিজরি মাস গণনা যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই রমজান ২৯ নাকি ৩০ দিনের হবে, তা চাঁদ দেখাসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে হিজরি বর্ষের রজব মাস চলছে।
একটি বিশেষ কাকতালীয় বিষয় হলো, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ, জাতীয় নির্বাচনের ঠিক এক সপ্তাহ পরেই দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই রহমত, বরকত ও মাগফিরাতের এই পবিত্র মাসটি শুরু হবে।
রমজানের পবিত্রতা রক্ষা এবং ইবাদতের প্রস্তুতি নেওয়ার এখনই সময়। আসন্ন রমজান ও ঈদ সম্পর্কিত সকল খবরের আপডেট পেতে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন ডেইলি গ্লোবাল নিউজ-এর।

